Thursday, October 18, 2012

দেখে নিন কিভাবে payza একাউন্ট খুলবেন



আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।অনেকেই জানতে চায় অনলাইন থেকে কিভাবে টাকা তুলব?তাই আজ অনলাইন থেকে টাকা তোলার
পদ্ধতি আলোচনা করব।
Payza কী?: payza হচ্ছে একটি বিশ্বস্ত অনলাইন ব্যাঙ্ক।এর মাধ্যমে আপনি বিভিন্য সাইটে কাজ করে টাকা তুলতে পারবেন এবং টাকা পাঠাতে পারবেন।জনপ্রিয়তার দিক থেকে পেপালের পরই এর স্থান। এবার দেখুন কিভাবে একাউন্ট খুলবেন।sign up করতে এখানে ক্লিক করুন।তারপর যে উইন্ডো আসবে তাতে sign up now তে ক্লিক করুন।দেখুন ছবিতে বিষয়টি দেখানো হয়েছে

এরপর যে পেজ আসবে তাতে country হিসেবে বাংলাদেশ দিন।এর নিচে দেখুন একাউন্ট খোলার জন্য ৩ টি অপশন আছে।আপাতত personal starter select করুন।নিচের চিত্রে দেখুন লাল কালি দিয়ে মার্ক করা হয়েছে।

এরপর next step এ ক্লিক করুন।এরপর personal information নামে একটা পেজ আসবে।choose solution  Mr. সিলেক্ট করে দিন।এরপর আপনার নাম,ঠিকানা,পোস্টাল কোড দিয়ে সবগুলি ঘর সঠিকভাবে পুরণ করুন।নাম,জন্ম তারিখ ভোটার আইডি অনুযায়ী দিন।না হলে পরে ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না।next step এ ক্লিক করুন।account information নামে নতুন আরেকটা পেজ আসবে।এখানে আপনার ইমেইল,পাসওয়ার্ড,পিন নাম্বার দিন।third party sharing no দিন। এরপর final step ক্লিক করুন।আপনার ইমেইলে একটি verification link পাঠাবে।ইমেইল এ login করে পেজা থেকে আসা ইমেইলটিতে  verification link   ক্লিক করে ভেরিফাই করুন।ব্যস কাজ শেষ।হয়ে গেল একাউন্ট।কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।

1 comment:

  1. এই টা তু একাউন্ট খলার সিস্টেম কিন্ত টাকাটা কিভাবে হাতে পাব সে টা তু বল লেন না

    ReplyDelete